খবরের কাগজের ভাষ্য মতে, আমাদের আইনশৃ্ঙ্খলারক্ষাকারী বাহিনীগুলো আজকাল শুধু মানুষজনকে “তুলে নিয়ে যায়” আর “আটক” করে, পরে মন চাইলে “গ্রেপ্তার দেখায়”। সভ্য পন্থায়, আইন মেনে “গ্রেপ্তার করে” না তারা। গ্রেপ্তার এখন আর ফ্যাশনেবল না। কোন ওয়ারেন্ট ছাড়া, নাম পরিচয় ইউনিফর্ম ছাড়া মাস্তানের মত তুলে নিয়ে যাওয়ার মধ্যে একটা চার্ম আছে, একটা হ্যাডম আছে, সেটাই নগ্নভাবে …