একটা আস্ত শহরের সব মানুষ খুকখুক করে কেশে বেড়াচ্ছে, তাও কারোর কোন চ্যাতব্যাত নাই! এইটা নাকি ‘সিজন চেঞ্জ’ হলে একটু আধটু সবারই হয়! জি না, হয় না। খুকখুক কাশির সাথে ঋতু পরিবর্তনের সম্পর্ক নাই। সম্পর্ক আছে বায়ু দূষণের। সারা দুনিয়াতে সবখানেই ঋতু পরিবর্তিত হয়, সবাই ঢাকাবাসির মত খুকখুক করে কেশে বেড়ায় না। সমস্যা এই শহরের …