১৯৯৫ সালে যখন একইভাবে সব পুড়ে ছারখার হয়েছিল, সবাই সর্বস্ব হারিয়েছিলেন তারপর বঙ্গবাজারের ব্যবসায়ীরা কী করেছেন? কেউ ফায়ার এক্সটিঙ্গুইশার কিনেছিলেন? দোকানে দোকানে স্মোক এলার্ম লাগিয়েছিলেন? কয়েকজন তড়িৎ প্রকৌশলী নিয়োগ করে বিদ্যুতের সংযোগগুলো পরীক্ষা করিয়ে নিয়েছিলেন? দমকল বাহীনির পরামর্শ নিয়েছিলেন? এগুলো করতে কয় টাকা লাগে? (বছরে প্রতি দোকানে বড়জোর ৩-৫ হাজার টাকা লাগে।) বঙ্গ বাজারের একেকটা …