একটা আস্ত শহরের সব মানুষ খুকখুক করে কেশে বেড়াচ্ছে, তাও কারোর কোন চ্যাতব্যাত নাই! এইটা নাকি ‘সিজন চেঞ্জ’ হলে একটু আধটু সবারই হয়! জি না, হয় না। খুকখুক কাশির সাথে ঋতু পরিবর্তনের সম্পর্ক নাই। সম্পর্ক আছে বায়ু দূষণের। সারা দুনিয়াতে সবখানেই ঋতু পরিবর্তিত হয়, সবাই ঢাকাবাসির মত খুকখুক করে কেশে বেড়ায় না। সমস্যা এই শহরের …
The water and their surroundings in Banani and Gulshan lakes are a curious indicator of these neighbourhoods in Dhaka. Don’t be deceived by the photo with the reflection on the water; that water is often visibly black, filthy, smelly with sludge building on top, probably nothing survives in there other than bacteria and mutant fish. …
আমি খানাখন্দ নদীনালার দেশের মানুষ, তাই যেখানেই যাই নদী দেখি, খাল দেখি, নৌকায় উঠি, নৌকা চালাই, নেংটি মেরে পানিতে নেমে পড়ি। পানিতে আরাম পাই। বিলেতে ব্যাপক ঠান্ডার মধ্যেও আমাকে প্রায়ই নদী, খাল, পুকুরের আসেপাশে ঘুরঘুর করতে দেখা যাচ্ছে। সুযোগ পেলেই বৈঠা নিয়ে নেমে পড়বো। মানুষের সাথে জলাধারের সম্পর্ক অবলকন করলে সেই এলাকার আর্থসামাজিক অবস্থার বিভিন্ন …