ফিরিঙ্গি লোকজনকে ঢাকা ঘুরানোর কাজটা আমি যত্ন নিয়ে করি। ঢাকার বিশেষত্ব, অভিনবত্ব, ইতিহাস, সৌন্দর্য (যেটুকু আছে) দেখাই। ঢাকা ঘুরানোর গুরূত্বপূর্ণ অংশ হচ্ছে লম্বা একটা হাঁটাহাঁটি। রমনার অরুণদয় প্রবেশপথ থেকে হাঁটা শুরু করে বটমূল, রমনা রেস্তোঁরা হয়ে, শাহবাগের ফুলের দোকান, চারুকলা, ছবির হাট, শিখা চিরন্তন, স্বাধীনতা স্তম্ভ ও ভুগর্ভস্থ জাদুঘর হয়ে টিএসসি, বাংলা একাডেমি, মীর জুমলা …
ঢাকায় নিয়ম মেনে ফুটপাথে হাঁটাটাও একধরনের বিদ্রোহ, চলমান আন্দোলন। আপনি হাঁটলেই হাঁটার পথ ঠিক হয়ে উঠবে ধিরে ধিরে। আমি হাঁটি। প্রতিনিয়ত মেজাজ খারাপ করার মত বিভিন্ন ঘটনা সেখানে ঘটতে থাকে। হাতে সময় থাকলে ক্যাচাল করি, চিৎকার চ্যাঁচামেচি করি, গালি দিই, ফুটপাথ থেকে হাবিজাবি সরাই, জেব্রা ক্রসিং থেকে গাড়ি সরাই, ট্রাফিক পুলিশ ভাইদেরকে বোঝাই (উনাদের ভুলের …