বঙ্গবাজারের আগুন ও কিছু প্রশ্ন

১৯৯৫ সালে যখন একইভাবে সব পুড়ে ছারখার হয়েছিল, সবাই সর্বস্ব হারিয়েছিলেন তারপর বঙ্গবাজারের ব্যবসায়ীরা কী করেছেন? কেউ ফায়ার এক্সটিঙ্গুইশার কিনেছিলেন? দোকানে দোকানে স্মোক এলার্ম লাগিয়েছিলেন? কয়েকজন তড়িৎ প্রকৌশলী নিয়োগ করে বিদ্যুতের সংযোগগুলো পরীক্ষা করিয়ে নিয়েছিলেন? দমকল বাহীনির পরামর্শ নিয়েছিলেন?

এগুলো করতে কয় টাকা লাগে? (বছরে প্রতি দোকানে বড়জোর ৩-৫ হাজার টাকা লাগে।) বঙ্গ বাজারের একেকটা দোকানে কোটি কোটি টাকার ব্যবসা হয়, তারা এটুকু করতে পারেনি গত দুই দশকে? অনেকে বলবেন সচেতনতার অভাব, আমি সেই যুক্তি মানি না। টাকার বাক্সে আর দরজায় কোন ব্র্যান্ডের তালা লাগাতে হবে সে ব্যাপারে তো তারা সচেতন। দোকানে আগুন লাগতে পারে সেই সচেতনতা নাই কেন? দমকল বাহীনি বারবার সতর্ক করে ব্যানার টানিয়েছে, তাদের পরামর্শ শুনেনি কেন একবারও?

যে ধরনের পরিকাঠামোতে (কাঠের বা টিনের দোকানে) তারা যেই সামগ্রীর (কাপড়ের) ব্যবসা করেন বা মজুদ করেন তাতে এক কোনায় আগুন লাগলে সাথে সাথে সনাক্ত করে নিভাতে না পারলে মুহূর্তে সব জ্বলে ছাই হয়ে যাওয়ারই তো কথা! এর আগেও ঠিক তাই হয়েছে। সেই পরিস্থিতি মোকাবেলায় তারা কোন উদ্যোগটা নিয়েছিলেন? জিরো ইনিশিয়েটিভ। জিরো।

প্রথম ঘটনাটা, দূর্ঘটনা। পূর্ণ সমবেদনা।
দ্বিতীয় ঘটনা, অবহেলা।

তাদের এতবড় ক্ষতির জন্য আমি সমব্যথী, কিন্তু পূর্ণ সমবেদনা তেমন আসে না আর। দুঃখিত, এধরনের অনিরাপদ অবকাঠামোতে আগুন সনাক্ত ও নির্বাপনের শুন্য আয়োজনে এমনটাই হওয়ার কথা ছিল। পরিবর্তন না করলে এমনই হতে থাকবে। উনারা কুঁই কুঁই করতে করতে আবার ঠিক একই ভুল গুলো করবেন, আবার আগুনে সব ভস্ব হয়এ যাবে, আমরা দমকল বাহিনীকে আর সরকারকে গালি দিব, সমবেদনা জানিয়ে পরের ইস্যুতে হ্যাশট্যাগ মারবো।

এই একই প্রতিকৃয়া পাকা ভবনে উঁচু দালানে যারা বসবাস করেন বা কাজ করেন তাদের জন্যও। এত এত অগ্নিকান্ড ও মৃত্যুর পরও, আপনি নিজে নিজ পরিবার, অফিস বা ব্যবসার নিরাত্তার জন্য কী উদ্যোগ নিয়েছেন? স্মোক এলার্ম, ফায়ার এক্সটিঙ্গুইশার কিনেছেন? বৈদ্যুতিক লাইন পরীক্ষা করিয়েছেন? জরুরী বহির্গমনের পথ আছে? তার দরজা ভেতর থেকে বিনা চাবিতে খোলা যায়? জরুরী বহির্গমনের পথ ও সিঁড়ি নিচতলা পর্যন্ত বাধামুক্ত? নতুন ডিজাইনের সময় স্থপতিকে ঠিকমত কাজ করতে দিয়েছেন? অগ্নি নিরাপত্তা বিষয়ক পরিকল্পনা ও নকশা চেয়ে নিয়েছেন? বড় প্রকল্পে অগ্নি নিরাপত্তা বিষয়ক পরামর্শক নিয়গ দিয়েছেন? কে করবে এগুলো? সরকার? না দমকল বাহিনী? না আপনি?

এক্ষুনি দেখুন! উদ্যোগ নিন। ঠিক করুন!

Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments